- সারাদেশ
- নগরে জলাবদ্ধতার দায় সিডিএকে নিতে হবে: চসিক মেয়র
নগরে জলাবদ্ধতার দায় সিডিএকে নিতে হবে: চসিক মেয়র

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ছবি: ফাইল
নগরে জলাবদ্ধতার দায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'এ দায় সিডিএকে নিতে হবে। কারণ পুরো প্রকল্পটি তাদের হাতে। বর্ষার আগেই খালগুলোর যে অংশে বাঁধ দিয়ে পানিপ্রবাহ পথ আটকানো হয়েছে, তা অপসারণ করতে সিডিএকে অনুরোধ করেছিলাম। বাঁধগুলো সরানোর কথা দিয়েও সিডিএ কথা রাখেনি।'
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের পঞ্চম সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'সিডিএ খালের দু'পাশের যে অংশে রিটার্নিং ওয়াল তুলেছে, সেখানে খালের মধ্যেই মাটির স্তূপ করেছে। এই মাটি না সরিয়ে দিয়ে এক্সক্যাভেটর দিয়ে সমান করায় খালের মধ্যে রাস্তা হয়ে গেছে। সিডিএ বলেছে, তারা প্রকল্প বাস্তবায়ন করছে। ব্যবস্থাপনা চট্টগ্রাম সিটি করপোরেশনের। প্রকল্পই যখন বাস্তবায়ন হয়নি, তখন ব্যবস্থাপনার কথা আসে কেন? সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে বুঝিয়ে না দেওয়ার আগে ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারি না।' প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়ানো হলেও নগরকে জলাবদ্ধতা মুক্ত করার কোনো পথ সিডিএ করেনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মো. সাহেদ ইকবাল বাবু, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবদুল মান্নান, নাজমুল হক ডিউক, ড. নিছার আহমদ মঞ্জু, মো. মোবরক আলী, আবদুল বারেক, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মো. শহিদুল আলম, মো. নুরুল আমিন, গাজী মো. সফিউল আজিম, শেখ মো. জাফরুল হায়দার চৌধুরী, মো. কাজী নুরুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আঞ্জুমান আরা, শাহিন আক্তার রোজী, রূমকি সেন গুপ্ত, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।
মন্তব্য করুন