- সারাদেশ
- সাগরে নেমে নিখোঁজ স্কুলছাত্র
সাগরে নেমে নিখোঁজ স্কুলছাত্র

ইশরার হাসনাইন আবরার
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে ইশরার হাসনাইন আবরার (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইশরার হাসনাইন আবরার শহরের বিকে পাল সড়ক এলাকার আমান উল্লাহ’র ছেলে। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানিয়েছেন, ইশরার তার এক সহপাঠী আসিক হোসাইন তাহসিনকে সাথে নিয়ে সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে আসে। সকাল ৮টার দিকে তারা সৈকতের পানিতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায়। এই সময়ে লাইফ গার্ড কর্মীরা এগিয়ে এসে তাহসিনকে জীবিত উদ্ধার করে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্রোতের টানে ইশরার হাসনাইন আবরার তলিয়ে গেছে। তার সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন