- সারাদেশ
- গোপালগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যুবরণ করেছেন।
গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় জেলা সদরে ১ জন ও মুকসুদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৩৪ জন, কোটালীপাড়ায় ১৭ জন, কাশিয়ানীতে ৩০ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ৪ হাজার ৭৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৫৭ জন।
মন্তব্য করুন