ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা ভাইরাসে শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং বাকিরা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বলে সমকালকে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান।

তিনি জানান, গত চব্বিশ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে ঈশ্বরগঞ্জের সেলিনা বেগম (৬০), নান্দাইলের সুরুজ আলী (৭৫) মারা যান। এই সময়ের মধ্যে সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের সুফিয়া খাতুন (৭০), টাঙ্গাইলের মধুপুরের আবদুস সালাম (৫০), শেরপুরের মাসুদ আলী (৬০),  ঈশ্বরগঞ্জের সুলেমা বেগম (৫৫), নেত্রকোনার পূর্বধলার শিউলি আক্তার (৪৫) এবং কেন্দুয়ার রুমালি মিয়া (৭০)।

তিনি আরও জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২ জন। এ ছাড়া ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৯৩ জন।

এদিকে গত রোববার জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। রোববার রাত পর্যন্ত জেলায় ৭৩১ জন হোম আইসোলেশন এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।