মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় বাড়িফেরা মানুষের ঢল নেমেছে।

আগামী বৃহস্পতিবার থেকে সরকারের সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে  ফেরা সোমবার এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই ফেরিঘাটে ছুটেছে মানুষ; দুপুরের পর ভিড় আরও বেড়েছে। ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে মানুষ।

দুপুরে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় শত শত মানুষ ফেরিতে স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি করে পারাপার হচ্ছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৪টি ফেরি দিয়ে ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দুপুরের পর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটে বাড়িফেরা যাত্রীদের ঢল বেড়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে গত কয়েকদিন ধরে দূরপাল্লার বাস ও স্থানীয় বাস চলাচল বন্ধ থাকলেও যাত্রীদের বাড়ি ফেরা বন্ধ নেই। বাসা থেকে বের হয়ে সিএনজি, হ্যালোবাইক, অটোরিক্সা, মোটরসাইকেল ও প্রাইভেটকারে ৪-৫ গুণ ভাড়া বেশি দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট গাড়িতে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার  (ডিজিএম) জিল্লুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার থেকে সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করায় মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। পাটুরিয়া  ও আরিচা ঘাট এলাকায় যাত্রীদের ঢল পড়েছে।