- সারাদেশ
- দিনাজপুরে করোনায় আরো ৪ জনের মৃত্যু
দিনাজপুরে করোনায় আরো ৪ জনের মৃত্যু

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৬ শতাংশ।
দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুর শহরের নতুনপাড়ার স্বরযস্বতী ভৌমিক (৫০), মিশন রোডের আনোয়ারা বেগম (৬৩), সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের মাহাতাব উদ্দিন (৭৫) এবং বিরল উপজেলার মাহাতাব উদ্দিনের (৭৫) মৃত্যু হয়েছে। এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় নতুন করে ১৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়, যা জেলায় আক্রান্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে শুধু দিনাজপুর সদর উপজেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের পজিটিভ পাওয়া যায়, যা সদর উপজেলায় আক্রান্তের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।
মন্তব্য করুন