সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩ নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে একজন ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন মারা গেছেন। এ নিয়ে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৬৭ জন এবং  উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩২৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৮ জন।

বর্তমানে জেলায় ৮৪৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে আরো ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে  ৮১৪ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ২৫ তম দিনেও সাতক্ষীরায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। চলছে ঢিলেঢালা লকডাউন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার গুলোতে প্রচুর মানুষের ভিড়। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। শহরের অধিকাংশ দোকানপাট গুলোতে নিষেধাষজ্ঞা অমান্য করে চলছে বেচাকেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই।  বন্ধ রয়েছে গণপরিবহন। তবে, ইজিবাইক, রিকশা, ভ্যান ও মোটর সাইকেল যোগে মানুষ গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লংঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়েছে।