পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌর মিলনায়তনে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এই বাজেট ঘোষণা করেন। এতে পৌরবাসীর উপর কোন ধরনের নতুন কর আরোপ  না করে চল্লিশ কোটি চৌদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার বাইশ টাকার উদ্ধৃত্ত বাজেট ঘোষণা করা হয়।

পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কাউন্সিলর হুমায়ুন কবির, হিসাব রক্ষন কর্মকর্তা কার্তিক চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে কলাপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।