- সারাদেশ
- রংপুরে বিভাগে করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু
রংপুরে বিভাগে করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ১ জন, লালমনিরহাটে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন ও দিনাজপুরের ৩ জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ৫০৩ জন।
সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ১৯ হাজার ৪৯১ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলার ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ২১ শতাংশ। সুস্থতার হার ৭৭ দশমিক ৮৪ শতাংশ।
এদিকে সোমবার লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশে অধিকাংশ দোকানপাট-শপিং ,মল বন্ধ ছিল। রংপুর থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা রুটে কোন বাস চলাচল করেনি। নগরীতে যানবাহন ও মানুষের চাপ স্বাভাবিক দিনের চেয়ে কম ছিল। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তবে লকডাউন চলাকালীনও মানুষের সাথে করোনা সংক্রমণ রোধে সচেতনতা লক্ষ্য করা যায়নি। এদিন দুপুরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সিটি বাজার, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি বিধি-নিষেধ না মানায় বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রংপুর জেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনসহ সবার সাথে সমন্বয় করে কাজ করছে। পুলিশ-র্যাবের সহায়তায় রংপুর জেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জরুরি ও কৃষি পণ্য পরিবহন যেন অবাধে হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া হোটেল-রেস্তোরা মালিক ও ব্যবসায়ী নেতাদের সাথে সভা করে এবং চিঠি দিয়ে তাদের দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। অসহায়-কর্মহীনদের জন্য খাদ্য সহায়তা প্রদানেও প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি ।
মন্তব্য করুন