ফরিদপুরে একটি ফলের বাগান থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ডিবি পুলিশের একটি গোয়েন্দা ইউনিট পাঁচটি গাঁজার গাছসহ বাগানের কেয়ার টেকার শিপন মালিথাকে আটক করে।

ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কর্মকার বলেন, রোববার বিকেলে তার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকার মাজহারুল আলম চঞ্চলের মালিকানাধীন ফলের বাগানে অভিযান চালায়। বাগানের কেয়ার টেকার শিপন মালিথাকে জিজ্ঞাসাবাদ করা হলে গাঁজার গাছের কথা স্বীকার করেন। এরপর তাকে আটক করা করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানায় রোববার রাতে শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে শিপন মালিথাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।