খুলনা বিভাগে একদিনে রেকর্ড সংখ্যক ১ হাজার ৪৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৩ হাজার ১৬৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৬ দশমিক ২৮ শনাক্ত। 

এদিকে বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর হার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ১১ জন।

খুলনা জেলায় লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। 

জেলা প্রশাসক বলেন, পূর্ব ঘোষিত লকডাউন সোমবার রাত ১২টায় শেষ হয়েছে। এই লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে জাতীয়ভাবে ঘোষিত লকডাউন শুরু হলে জেলা পর্যায়ে জাতীয় নির্দেশনা প্রতিপালন করা হবে। 

তিনি বলেন, ইতোপূর্বে জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী জরুরি পরিষেবা সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে সোনাডাঙ্গা পাইকারী কাঁচাবাজার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে এবং বাজারে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মসজিদগুলোতে মাস্ক পরিধান বাধ্যতামূলক। কোথাও চায়ের দোকান খোলা থাকবে না। করোনা প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিমকে পুনরুজ্জীবিত করতে হবে। 

সভায় খুলনার উপ-পুলিশ কমিশনার মো. এহসান শাহ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।