- সারাদেশ
- টেকনাফে আড়াই হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে আড়াই হাজার ইয়াবাসহ আটক ৩

আটক শুক্কুর ও জামাল। ছবি: সমকাল
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। টেকনাফের হ্নীলার সিকদারপাড়া ও দক্ষিণ জালিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার সৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন (৩১), পৌরসভার জালিয়া পাড়ার মৃত ইলিয়াছের ছেলে মো. শুক্কুর ও চৌধুরী পাড়ার জামালের ছেলে আব্দুল করিম (১৯)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদে পুলিশের আলাদা একটি টিম টেকনাফে হ্নীলার সিকদারপাড়া ও পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া অভিযান চালায়। এসময় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিনজনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন