করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে ভাতিজার বিয়ের আয়োজন করেন শরীয়তপুরের আব্দুস সালাম সরদার। কিন্তু এজন্য তাকে জরিমানা গুণতে হলো  ৫০ হাজার টাকা। আব্দুস সালাম তার ভাতিজা ও নববধূকে বাড়িতে আনেন হেল্পিকপ্টারে।

সোমবার সকাল ১১টার দিকে বউ নিয়ে ব্রাহ্মণবাড়িয় থেকে হেলিকপ্টারে শরীয়তপুরের নতুন হাট ব্রিজে আসেন আব্দুস সালাম সরদারের ভাতিজা সাগর আহমেদ মাসুদ। নতুন বউ ও হেলিকপ্টার দেখতে তখন স্থানীয়রা সেখানে ভিড় জমায়। বিষয়টি জানতে পরে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা চলে যান বিয়ে বাড়িতে।

পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে বর সাগর আহমেদ মাসুদের চাচা আব্দুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমাণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।

গত ২৫ জুন সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুন হাটের সাগর আহমেদ মাসুদ বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের কাউনান খন্দকার বন্যাকে।