- সারাদেশ
- সাবেক এসআইসহ গ্রেপ্তার ৪, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
সাবেক এসআইসহ গ্রেপ্তার ৪, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

র্যাবের হাতে আটককৃতরা- সমকাল
নারায়ণগঞ্জে পুলিশের সাবেক এসআইসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে নগরের নিতাইগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র্যাব-১১-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও পরিবহনের কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের বরখাস্ত হওয়া এসআই হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার সৈয়দপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ বেপারী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসিন্দা মো. সাইফুল ও দিনাজপুরের বোচাগঞ্জের রুইগা এলাকার দিলীপ চন্দ্র রায়।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকায় রোববার অভিযান চালানো হয়। এ সময় ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জাবেদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা এনে জাবেদের কাছে সরবরাহ করত।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন