সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী নগর পুলিশ। তারা হলেন- সেলিম মোর্শেদ শাফিন, রানা হোসেন ও পিটার হোসেন। 

রোববার তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

পুলিশ জানায়, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি রুমে দু'জন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছেন। পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছেন। 

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের আটকের নির্দেশ দেন। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ভিডিও পর্যালোচনা করে ওই যুবকদের শনাক্ত করে বিকেলেই গ্রেপ্তার অভিযানে নামে। এ সময় সাগরপাড়া থেকে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিন ও বর্ণালীর মোড় থেকে দাশপুকুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে রানা হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় থেকে রবিউল ইসলামের ছেলে পিটার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অস্ত্র নিয়ে নাড়াচাড়া করার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন নিলয় নামে এক যুবক। এই অস্ত্র সেও আগে ব্যবহার করেছে বলে ভিডিওতে জানায়। তাই তাকেও আসামি করা হয়েছে। পলাতক নিলয়কে ধরতে মাঠে নেমেছে পুলিশ।