সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে লকডাউনের মধ্যে কর্মী সভার আয়োজন করেছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে মঙ্গলবার এ কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন; তিনি সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে কর্মী সভা করবেন। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রাখবেন। 

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে বলেন, আয়োজকদের পক্ষ থেকে মৌখিকভাবে কর্মী সভার কথা জানানো হয়েছে। তবে কোন পেন-পেপার দেওয়া হয়নি। একজন এমপি উপস্থিত থাকবেন বলে পুলিশ গিয়ে সভাস্থল দেখে এসেছে। 

তিনি বলেন, কনভেনশন হল কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে এক হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক লোকের বসার ব্যবস্থা করবে। তবে করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে এ ধরনের সভার সুযোগ আছে কি-না, এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। 

মঙ্গলবারের কর্মী সভা সফলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নেতারা প্রস্তুতি নিয়েছেন। সোমবার জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সভাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল সভাস্থল পরিদর্শন করে। তবে আয়োজক দক্ষিণ সুরমা আওয়ামী লীগ বা কনভেনশন হল কর্তৃপক্ষ লিখিতভাবে প্রশাসনের কাছে কোনো আবেদন করেনি।

গত ২৪ ঘণ্টায় সিলেটে চলতি বছরের রেকর্ড ২৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন প্রচার ও সভা করেছেন। আগামী ৬ জুলাইয়ের আগে তফসিল অনুযায়ী প্রচারের সুযোগ নেই। গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে বিয়েসহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সময় অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উদ্ভুত পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আগামী ২৮ জুলাইয়ের নির্বাচনকে সামনে রেখে কর্মী সভার আয়োজন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। 

আগামী ৩০ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগরের সাবেক সভাপতি প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্মরণ সভাও লকডাউনের জন্য স্থগিত করা হয়েছে।