- সারাদেশ
- আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে আগুন, কিশোরীর মৃত্যু
আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে আগুন, কিশোরীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে- সমকাল
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার কাচারিকান্দি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত কিশোরী আফসানা আক্তার ওই গ্রামের নান্নু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। সর্বশেষ গত মাসে একই কারণে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চার দিনের ওই সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। এরপর এক মাস পরিবেশ শান্ত থাকলেও গত রোববার সকাল থেকে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। ওইদিন রাতে একপক্ষ অন্যপক্ষের অন্তত ১৫টি বাড়িতে আগুন দেয় ও হামলা চালায়।
সোমবার সকালে নিহত অবস্থায় বাড়ির পাশে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পাড়াতলীর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগ ও সংঘর্ষের পর সোমবার ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। রাতে কীভাবে সে মারা যায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় সে নিহত হয়েছে।
রায়পুরা থানার এএসআই সেলিম মিয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
মন্তব্য করুন