- সারাদেশ
- ফেনসিডিলসহ ১৮ মামলার আসামি কাদের গ্রেপ্তার
ফেনসিডিলসহ ১৮ মামলার আসামি কাদের গ্রেপ্তার

চট্টগ্রামে দেড়শ বোতল ফেনসিডিলসহ মাদক মামলার আসামি ডাইল কাদেরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল
চট্টগ্রামে দেড়শ বোতল ফেনসিডিলসহ ১৮ মাদক মামলার আসামি আবদুল কাদের ওরফে ডাইল কাদেরসহ (৪০) তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। সোমবার ভোরে কোতোয়ালি থানার মেরিনার্স রোডে ধাওয়া করে একটি মিনি ট্রাকসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে পুলিশ। ডাইল কাদেরের সহযোগী দু'জন হলো মো. শিপন (২৬) ও মো. নিশান (৩০)।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোটবেলা থেকেই ফেনসিডিলের সঙ্গে সখ্য ডাইল কাদেরের। নগরে ফেনসিডিল ডন হিসেবেও পরিচিতি রয়েছে তার। মাদক ব্যবসার কারণে বিভিন্ন সময় তার বিরুদ্ধে ১৮টি মামলা হয়। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে পুলিশ। সর্বশেষ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
মন্তব্য করুন