- সারাদেশ
- আড়াই বছর পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি
আড়াই বছর পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি

আড়াই বছর পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
মো. রাজু আহমেদকে সভাপতি ও মো. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচটি পদে নয়জন নেতার নাম ঘোষণা করা হয়েছে। কমিটির বাকিরা হলেন-সহসভাপতি (২ জন) তৌফিকুল ইসলাম টুটুল এবং আল-আমিন সরকার লিংকন। যুগ্ম-সাধারণ সম্পাদক দু'জন আশিকুর রহমান আশিক ও আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইবনে আজাদ ফাহিম। এছাড়া আতিকুর রহমান আতিক এবং আশরাফুল আলমকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কমিটির সবার মধ্য থেকে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু আমার অস্তিত্বে মিশে আছে। আমি আওয়ামী পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই ছাত্রলীগকে ভালোবাসি।
এর আগে নবনির্বাচিত সভাপতি রাজু আহমেদ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ৯নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সভাপতি এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন