- সারাদেশ
- ঘরের মেঝেতে পড়ে ছিল পরিচ্ছন্নতা কর্মীর গলাকাটা লাশ
ঘরের মেঝেতে পড়ে ছিল পরিচ্ছন্নতা কর্মীর গলাকাটা লাশ

ছবি: সমকাল
মাগুরা সদর হাসপাতাল পাড়ায় সুইপার কলোনীতে মানিক লাল ডোম (৪০) নামে পৌরসভার এক পরিচ্ছনতা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মাগুরা সদর থানা পুলিশ নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের ভাই হীরা লাল ডোম জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনীর নিজ বাড়িতে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলে সান ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার বড় ভাই আসান ও কাকা হীরা লাল গিয়ে মানিক লালকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন