বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় জেলায় করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া  ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৮ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে পাঁচজনই বগুড়ার বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে দু’জনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি নওগাঁ। 

বুধবার সকালে অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান। তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩৯৪ জন। 

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার বগুড়ায় মোট ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৯টি নমুনায় ৭৯ জন পজিটিভ শনাক্ত হন। সেখানে জিন এক্সপার্ট মেশিনে ১২টি নমুনায় ৪ জন এবং ৫৬ এন্টিজেন পরীক্ষায় আরও ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৮ জন করোনা পজিটিভ হয়েছেন। 

ডা. তুহিন জানান, গত বছরের ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত বগুড়ায় মোট ১৩ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত বছরের ২২ মে থেকে এ পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৩৩ জন চিকিৎসাধীন।