- সারাদেশ
- পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ঘরে ফেরা মানুষের ঢল
পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ঘরে ফেরা মানুষের ঢল

পাটুরিয়া ঘাটে বাড়িফেরা মানুষের ঢল ছবি : সমকাল
মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় বাড়িঘেরা মানুষের ঢল নেমেছে। আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সরকারের সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বুধবার এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই ফেরিঘাটে ছুটছে মানুষ। তবে দূর পাল্লার বাস ও স্থানীয় বাস সার্ভিস বন্ধ থাকায় সাধারণ মানুষকে রিকশা ভ্যান আটোরিকশা, সিএনজি, প্রাইভেকার ও ট্রাকে করে ঘাটে আসতে দেখা গেছে।
বুধবার সকালে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাট এলাকায় যাত্রীদের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই নেই। ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে পাটুরিয়া ঘাটে আসা রাসেল, স্মৃতি ও মানিক জানান, লকডাউন চলাকালীন তাদের অফিস বন্ধ থাকবে। এ কারণে একদিন আগেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া -দৌলতদিয়া নৌ-রুটে ১৪টি ও আরিচা কাজীরহাট নৌ-রুটে ৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। যাত্রীরা ছোট ছোট গাড়িতে বেশি পারাপার হচ্ছেন। তার মতে, বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ পারাপার হতে পারবেন না। এ কারণে বিকেলে অফিস ছুটির পর এর চেয়েও যাত্রীদের চাপ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে ওসি ফিরো কবির জানান, বৃহস্পতিবার থেকে বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মাঠে থাকবে।
মন্তব্য করুন