ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ দু'জনের এবং করোনার উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২২৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯৫ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২১৩ জনের করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৫.৩১ শতাংশ।

 ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার মঙ্গলবারের তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৬ রোগী ভর্তি রয়েছে। এপর্যন্ত জেলায় আক্রান্তের হার ২২.২৬, মৃত্যু হার ১.৭১, সুস্থতার হার ৮৬.২৩ শতাংশ।