- সারাদেশ
- রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে বিএনপির সাবেক নেতাসহ নিহত ২
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে বিএনপির সাবেক নেতাসহ নিহত ২

নগরীর ডাসপুকুর এলাকায় জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সমকাল
রাজশাহী মহানগরীর ডাসপুকুর এলাকায় জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ডাসপুকুর এলাকার সাজদার আলীর ছেলে এবং মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দীন ও বিএনপি নেতা শফিকুল ইসলামের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের একজন করে নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আহতদের রামেক হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২), নিহত শফিকুলের ভাই সালাম (৪০) ও লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। তাদের মধ্যে মাহাতাব হোসেন নগরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মন্তব্য করুন