- সারাদেশ
- জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা
জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। ছবি: সমকাল
১৩ লাখ ৬৯ হাজার ৭১৪ টাকা উদ্বৃত্ত রেখে ২০২১-২২ অর্থবছরে ৫১ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে নীলফামারীর জলঢাকা পৌরসভা।
বুধবার বিকালে পৌরসভার অস্থায়ী জাইকা অফিসে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, ইউএনও মো. মাহবুব হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন ছাদের ও প্রেসক্লাব সাধারণ মাহবুবর রহমান মনি।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব আয় (রাজস্ব) ধরা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৭১৪ টাকা। আনুসঙ্গিক আয় ৫১ কোটি ৬৫ লাখ টাকা সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে এই প্রস্তাবিত বাজেটে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১০ কোটি, জাইকা (নবীদেব-২) থেকে ১০ কোটি, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প (জনস্বাস্থ্য) থেকে ২০ কোটি টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌরসভার ২০২১-২২ অর্থবছরে এ বাজেটে।
মন্তব্য করুন