- সারাদেশ
- চট্টগ্রামে করোনায় একদিনে মৃত্যু ১০
চট্টগ্রামে করোনায় একদিনে মৃত্যু ১০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৯৯ জনের শরীরে মিলেছে প্রাণঘাতি এই ভাইরাসের অস্তিত্ব। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ।
বুধবার সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়। গত দুই মাসের মধ্যে একদিনে এত মৃত্যু হয়নি চট্টগ্রামে। সর্বশেষ গত ২৫ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল চট্টগ্রামে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সমকালকে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন বিভিন্ন উপজেলার এবং বাকি চারজন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
১০টি পরীক্ষাগারে ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়। তাদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৭০১ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৪৭৪ জন মহানগরীর এবং ২২৭ জন ১৪ উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭২৪ জন। যাদের মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২ হাজার ৮৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মন্তব্য করুন