ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

কুমিল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী রেজাউল রিমান্ডে

কুমিল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী রেজাউল রিমান্ডে

রেজাউল করিম, ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২১ | ০৭:৪৪ | আপডেট: ৩০ জুন ২০২১ | ০৭:৫৬

কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও তিন ডজন মামলার আসামি রেজাউল করিমকে (৩৫) এবার জেলা ছাত্রলীগ নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কুমিল্লার আমলী আদালত-৯ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগম এ আদেশ দেন। এর আগে ২০ জুন তাকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া জেলার সদর দক্ষিণ মডেল থানার আবদুল্লাহ আল ফরহাদ ওরফে রিফাত (২০) হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত এ আবেদন মঞ্জুর করেন। ২০১৫ সালের ৯ মার্চ পুলিশ রিফাতের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছিল। রেজাউল সদর দক্ষিণ মডেল থানাধীন শামবপি (বল্লভপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক হেলাল উদ্দিন বুধবার সমকালকে বলেন, এ মামলার তদন্তে এরই মধ্যে রেজাউলের সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু নির্ভরযোগ্য তথ্য এসেছে। তাই এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে এ মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে আবার ২-১ দিনের মধ্যে আদালতে আবেদন করা হবে।

মামলার অভিযোগ ও পিবিআই সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে নগরীর শামবপি এলাকায় রেজাউলের নেতৃত্বে কয়েকজন জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর ভারতে পালিয়ে যায়। গত ১৮ জুন বিকালে দেশে ফিরলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে।


আরও পড়ুন

×