- সারাদেশ
- চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

ডা. মোস্তাফিজুর রহমান
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান। বুধবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. মোস্তাফিজুর চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি পেশা থেকে অবসরে গিয়েছিলেন।
বুধবার বাদ এশা নগরের কাপাসগোলা জামতলা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্য, স্বজন, স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষরা অংশ নেন। পরে মসজিদের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব সমকালকে বলেন, গত ২১ জুন ডা. মোস্তাফিজুর রহমানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে নগরের সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু বুধবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. মোস্তাফিজুর রহমান স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন