- সারাদেশ
- এক পাঙ্গাসের দাম ২৭ হাজার
এক পাঙ্গাসের দাম ২৭ হাজার

২১ কেজি ওজনের পাঙ্গাস মাছ
পদ্মা নদীতে জাল ফেলে বুধবার ২১ কেজি ওজনের একটি মস্তবড় পাঙ্গাস মাছ পেয়েছেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে ওমর আলী হাওলাদার। মাছটি সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করে আনন্দে আত্মহারা তিনি।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, প্রতিদিনের মতো অন্য জেলেদের সঙ্গে বুধবার রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন ওমর আলী। ভোরের দিকে তার জালে বড় পাঙ্গাস মাছটি ধরা পড়ে। সকালে ওই মাছটি তীরে আনলে দেখতে ভিড় করেন স্থানীয়রা।
পরে দৌলতদিয়া ঘাটের কেসমত মোল্লার মাছের আড়তে পাঙ্গাস মাছটি ডাকের মাধ্যমে সাড়ে ১২শ টাকা কেজি দরে মোট সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেন ওমর আলী। এরপর মাছটিকে ১ হাজার ৩শ টাকা কেজি দরে ২৭ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, সম্প্রতি পদ্মা নদীতে প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে যা বিগত বহু বছর দেখা যায়নি। আর কয়েক দিন পর নদী পানিতে পূর্ণ হলে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন