- সারাদেশ
- রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলি, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলি, আহত ৪

রোহিঙ্গা ক্যাম্প, ছবি: সমকাল
কক্সবাজারের টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গুলিতে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামের হাফিজ উল্লাহ, তার ছেলে রহমত উল্লাহ, সালামত উল্লাহ ও মোহাম্মদ হাসান। তারা বর্তমানে কপবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও রোহিঙ্গারা জানান, রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদের নেতৃত্বে অস্ত্রধারীরা জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকে ৫টি বাড়িতে ডাকাতি করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তাদের লক্ষ্য করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই তিনজন গুলিবিদ্ধসহ একই পরিবারের চারজন আহত হন।
টেকনাফ জাদিমুরা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এপিবিএনের পরির্দশক (অপারেশন) মো. আহসানুজ্জামান জানান, অস্ত্রধারীদের ধরতে অভিযান চলছে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন