ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগ ও করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হাসিবুল হাসানসহ ইউপি সদস্যরা।

এ ছাড়া সদর উপজেলার নর্থ চ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়।

ফরিদপুর সদর উপজেলার ইউএনও মাসুম রেজা জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৮ হাজার ৪০০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে মোট ৪২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।