কিশোরগঞ্জের ইটনায় বাল্কহেড দিয়ে বালু নেওয়ার সময় বজ্রপাতে আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার এলংজুরী বাজারের অদূরে নয়াগাঙে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বন্নাকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাল্কহেড দিয়ে বালু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আল আমিন। বিকেল সাড়ে ৪টার দিকে ইটনা উপজেলার এলংজুরী নয়াগাঙ অতিক্রম করার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। সেই বজ্রাঘাতে বাল্কহেডেই আল আমিনের মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।