- সারাদেশ
- মিতু হত্যা মামলায় দুই সন্তানকে জিজ্ঞাসার নির্দেশ
মিতু হত্যা মামলায় দুই সন্তানকে জিজ্ঞাসার নির্দেশ

মাহমুদা খাতুন মিতু। ছবি: ফাইল
আলোচিত মাহমুদা খাতুন মিতু হত্যা মামলায় তার দুই সন্তানকে মাগুরা জেলা সমাজকল্যাণ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সমাজসেবা কার্যালয় বন্ধ থাকলে শিশু আইন কঠোরভাবে অনুসরণ করে মাগুরা সদর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে। বুধবার শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা চৌধুরী এ আদেশ দেন।
মিতু হত্যা মামলায় বাবুল আক্তার গ্রেপ্তার হওয়ার পর থেকে দাদা আব্দুল ওয়াদুদ মিয়া ও চাচা হাবিবুর রহমান লাবুর হেফাজতে আছে এই দম্পতির দুই সন্তান। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আদালতে আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের ইন্সপেক্টর সন্তোষ কুমার চাকমা। ১৩ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে দুই সন্তানকে হাজিরের জন্য বাবুল আক্তারের বাবা ও ভাইকে নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, শুনানির পর আদালত আদেশে বলেছেন, দুই শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাড়ি মাগুরা জেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় অথবা বিকল্প হিসেবে সদর থানা উপযুক্ত স্থান হিসেবে যৌক্তিক বিবেচনা করেছেন আদালত।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। বর্তমানে পিবিআই এ মামলা তদন্ত করছে।
মন্তব্য করুন