রোটরাক্ট ক্লাব অব রূপকথা পাবনা’র সভাপতি হলেন দেবশ্রী মজুমদার এবং সাধারণ সম্পাদক হলেন রোকনুজ্জামান রবিন। ২০২১-২২ রোটারি বর্ষের ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বুধবার দায়িত্ব গ্রহণ করেছে।

সংগঠনের ক্লাব ভেন্যুতে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। বন্ধুত্বের মাধ্যমে সেবা প্রদানের ব্রত নিয়ে কাজ করে রোটরাক্ট ক্লাব। এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রূপকথা পাবনার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ড. সোহানী হোসেন পি এইচ এফ, এম ডি, রোটারিয়ান কে এম ফয়সাল মুর্শেদ টিটু, পি এইচ এফ (প্রেসিডেন্ট ২০২০-২১) এবং রোটারিয়ান খায়রুজ্জামান আহমেদ অরুণ পি এইচ এফ (ডেপুটি গভর্নর ২০২১-২২)।