ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বোমাসদৃশ বস্তু উদ্ধার করে র‌্যাব

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:২০

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে একটি বাড়ির ছাদ থেকে দুটি বোমাসদৃশ্য বস্তুু উদ্ধার করেছে র‌্যাব। শনিবার দুপুরে ওই গ্রামের সাত্তারের ছেলে মিঠুনের বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তুু দুটি উদ্ধার করা হয়। 

র‌্যাব সূত্র জানায়, বাড়ির ছাদে একটি ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ্য বস্তুু রয়েছে এমন তথ্য পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভয়ভীতি দেখানোর জন্য এগুলো কেউ রাখতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

whatsapp follow image

আরও পড়ুন

×