ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সিলেটে জাপার প্রার্থীকে শোকজ

সিলেটে জাপার প্রার্থীকে শোকজ

ইয়াহইয়া চৌধুরী এহিয়া

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৬:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থিত হয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ চিঠির তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় এহিয়া মিছিল করে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। এজন্য তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা ৩ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। 

এ বিষয়ে জানতে শনিবার বিকেলে ইয়াহইয়া চৌধুরীকে ফোনে যোগাযোগ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সিলেটে আওয়ামী লীগের একাধিক প্রার্থী শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন।
 

whatsapp follow image

আরও পড়ুন

×