ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

থানায় অভিযোগ, যৌতুক ছাড়াই বিয়ে করলেন সেই বর

থানায় অভিযোগ, যৌতুক ছাড়াই বিয়ে করলেন সেই বর

শুক্রবার রাতে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে হয়। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭:০১

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যান বর। এ ঘটনায় কনের বাবা থানায় অভিযোগ করেন। পরে যৌতুক ছাড়াই বিয়ে করেন বর হাসেন মিয়া (২৫)। 

শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়। হাসেন মিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বরও ৪০ জন তার আত্মীয়-স্বজন নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

এ ঘটনায় শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবা ও এক আত্মীয় নামে  থানায় অভিযোগ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি। 

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর সমকালকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×