ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধা-১ আসন

মায়ের বিপক্ষে লড়বেন মেয়ে

মায়ের বিপক্ষে লড়বেন মেয়ে

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মা আফরুজা বারী ও তার মেয়ে আবদুল্লাহ নাহিদ নিগার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭:৫৬ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:০৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মা ও মেয়ে। গত ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী মা আফরুজা বারী দলীয় মনোনয়নপত্র জমা দেন। তাঁর বড় মেয়ে আবদুল্লাহ নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মা ও মেয়ে মনোনয়ন জমা দেওয়ায় এলাকায় চলছে আলোচনা। কেউ বলছেন মায়ের বিরুদ্ধে লড়বেন মেয়ে, কেউ বলছেন এটি তাদের রাজনৈতিক কৌশল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু বলেন, সব নাগরিকের নির্বাচন করার অধিকার রয়েছে। বর্তমান রাজনৈতিক মেরূকরণ বোঝা দায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকা প্রয়োজন। এ কারণে মনোনয়ন জমা দিয়েছেন আবদুল্লাহ নাহিদ নিগার। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আশাবাদী।

স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ নাহিদ নিগার একজন প্রকৌশলী। তিনি বলেন, ‘সুন্দরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। নির্বাচনে জয়লাভ করতে পারলে সুন্দরগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মা আফরুজা বারী বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। সে কারণে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। সবার নির্বাচন করার অধিকার রয়েছে। আমার মেয়ের নির্বাচন করার মতো যোগ্যতা আছে। সে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে।’

এ আসনে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মা-মেয়ে ছাড়াও প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

whatsapp follow image

আরও পড়ুন

×