ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মাত্র ১৫ মিনিট বাড়িতে ছিলেন না মা, রশিতে ঝুলছিল ছোট্ট ছেলে

মাত্র ১৫ মিনিট বাড়িতে ছিলেন না মা, রশিতে ঝুলছিল ছোট্ট ছেলে

ছবি: সংগৃহীত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:২০

ফরিদপুরের সালথায় মো. মুরসালিন নামে ৯ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পরিবার বলছে, রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে শিশুটির। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুরসালিন নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চান মিয়ার ছেলে। প্রতিবেশী মো. গিয়াস উদ্দীন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার আগে মুরসালিনকে বাড়িতে একা রেখে মা পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যান। মাত্র ১৫ মিনিট পরে দোকান থেকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকানো দেখতে পান তিনি। ঘরের ভেতরে ঢুকে দেখেন, নাইলনের রশি গলায় পেঁচানো অবস্থায় দরজার সঙ্গে ঝুলছে ছেলে। দ্রুত নামিয়ে স্থানীয় কাগদী বাজারে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় শিশুটির বাবা অপমৃত্যু মামলা করেছেন জানিয়ে সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

whatsapp follow image

আরও পড়ুন

×