ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

সিলেট-২

জাপার প্রার্থী ইয়াহইয়াকে কারণ দর্শানোর নোটিশ

জাপার প্রার্থী ইয়াহইয়াকে কারণ দর্শানোর নোটিশ

ইয়াহইয়া চৌধুরী - ফাইল ছবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:৩০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট-২ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার অনুসন্ধান কমিটি সিলেট-২ আসনের চেয়ারম্যান মোহাম্মাদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুসারে ওই প্রার্থীকে আজ রোববার সকাল ১১টায় সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল জজকোর্ট কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠির মাধ্যমে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের আগে মিছিল সহকারে নির্বাচন অফিসে আসেন ইয়াহইয়া চৌধুরী, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের ওই চিত্র একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের মাধ্যমে নজরে আসে। ফলে এ ব্যাপারে ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ল্যান্ড সার্ভে সিলেট জজকোর্ট কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী জানান, নির্বাচনী আচরণবিধি মেনে মাত্র পাঁচজন নেতাকর্মীকে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে কিছু নেতাকর্মী তাঁর নাম ধরে স্লোগান দেয়। এ সময় তিনি তাদের নিষেধও করেন। তারপরও ইসি কারণ দর্শাতে বলেছে। নির্দেশনা অনুযায়ী তিনি ব্যাখ্যা দেবেন বলেও জানান ইয়াহইয়া।

whatsapp follow image

আরও পড়ুন

×