ছেলেকে না পেয়ে বৃদ্ধ মাকে জেলে দিল পুলিশ
আনোয়ারা বেগম
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:০৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:৪৮
কুমিল্লার নাঙ্গলকোটে ছেলেকে না পেয়ে তার বৃদ্ধ মা আনোয়ারা বেগমকে (৬৫) গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
মায়ের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামিও নন বলে আজ শনিবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন ভুক্তভোগীর ছেলে। আনোয়ারা বেগম উপজেলার বঙ্গঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার স্ত্রী।
ভুক্তভোগীর পরিবার জানায়, চলতি বছরের ১৭ জুলাই চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে রবিউল হোসেন (২২) এবং একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে বিবি মরিয়ম (১৭) পরিবারকে না জানিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
বিষয়টি মেনে নিতে না পেরে ২ আগস্ট ছেলের পরিবারের চারজনের নামে নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা করেন মেয়ের বাবা। এতে রবিউল ছাড়াও তার ভাই প্রবাসী আমির হোসেন ও মোহাম্মদ মুস্তফা এবং বোন তাজনেহার বেগমকে আসামি করা হয়। তাদের মধ্যে রবিউল পলাতক। অন্যরা আদালত থেকে জামিনে আছেন।
প্রবাসী আমির বলেন, ‘আমার ভাই রবিউলকে বাড়িতে না পেয়ে বৃদ্ধ মাকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গেছেন নাঙ্গলকোট থানার এসআই সাইফুল ইসলাম। আমার মা ওয়ারেন্টভুক্ত কিংবা এজাহারভুক্ত আসামি নন। এসব জানিয়ে বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ করার পরও পুলিশ গত বৃহস্পতিবার মাকে গ্রেপ্তার করেছে। একই দিন তাকে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে।’
মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও গ্রেপ্তারের কারণ জানতে চাইলে এসআই সাইফুল বলেন, ‘ওসি স্যারকে জিজ্ঞেস করেন।’ এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তদন্তে আনোয়ারা বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।