ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিলেন নদভী

আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিলেন নদভী

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:৪২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:৪৪

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার রাতে এ নোটিশ দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ (সদর) আদালতের বেঞ্চ সহকারী নুর আলম। তিনি বলেন, শনিবার ব্যাখ্যার জবাবও দিয়েছেন এমপি নদভী। প্রতিবেদন কমিশনে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ (সদর) শাহনেওয়াজ মনির এ নোটিশ দেন। নোটিশে বলা হয়, আপনি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৯২ (চট্টগ্রাম-১৫)-এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

আপনার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব এ মর্মে অভিযোগ করেছেন যে, বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়ার দেওদিঘী বাজারে আপনার কর্মী আমিনুল ইসলামসহ কয়েকজন তার সমর্থকদের দীর্ঘসময় আটকে রেখে মারধর করেন। এছাড়া ওই দিন বিকেলেই আবদুল মোতালেব চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় সাতকানিয়ার কেরাণীহাটে আপনার লোকজন নানা অশালীন অঙ্গভঙ্গি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে শাসাতে থাকেন। কর্মীরা আবদুল মোতালেবের ছবিতে আগুন লাগিয়ে দৃষ্টিকটু ও আক্রমণাত্মক আচরণও করেন। 

নোটিশে আরও বলা হয়, বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা পরিপন্থী। এ অবস্থায় আপনার কোনো বক্তব্য থাকলে সশরীরে হাজির হয়ে তা শনিবারের মধ্যে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হল।

whatsapp follow image

আরও পড়ুন

×