কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৭৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন।

সিভিল সার্জন জানান, জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা মোট ১৩৭৮ জন। নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৭৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪৪ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ৭৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৪৮ জন রয়েছেন। এছাড়া বাকি ৩১ জনের মধ্যে তাড়াইল উপজেলার ১১ জন এবং ভৈরব উপজেলার ২০ জন রয়েছেন।

মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৯৯০ জন সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।গত ২৪ ঘণ্টায় কেউ দ্বিতীয় ডোজ টিকা নেননি।