- সারাদেশ
- সেনবাগে করোনার উপসর্গ নিয়ে আ'লীগ নেতার মৃত্যু
সেনবাগে করোনার উপসর্গ নিয়ে আ'লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সেনবাগে করোনাভারাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া মো.জিয়াউল হক জিয়া (৬১) উপজেলার ৭নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন।
সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান জানান, জ্বর,গলা ব্যাথা ও ঠাণ্ডাজনিত রোগ নিয়ে গত ১৩ জুলাই দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন জিয়াউল হক।
তিনি জানান, বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মতিউর রহমান বলেন, স্থানীয় সূত্রে জানতে পেরেছি জিয়াউল হক করোনা উপসর্গ নিয়ে পাশ্ববর্তী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। দাফন শেষে তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করার কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন