দীর্ঘ ৬৪ বছর পর সাড়ে ২৫ শতক জায়গা উদ্ধার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর সোবহানীঘাট এলাকায় উদ্ধার করা জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ কোটি টাকা। উচ্চ আদালতের রায়ে জায়গার মালিকানা বুঝে নেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মহানগর পুলিশের সহায়তায় সিসিকের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন রুমা অভিযান পরিচালনা করেন। ১৯৫৬ সালের খতিয়ান অনুসারে উদ্ধার করা ভূমির মূল মালিক স্থানীয় সরকার। কিন্তু আব্বাস উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জায়গাটি দীর্ঘদিন ধরে মামলার মাধ্যমে নিজেদের দাবি করে ভোগ দখলে রেখেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে সপ্তাহখানেক আগে আব্বাস উদ্দিনের দাবি খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি জায়গার দখল স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সিলেট সিটি করাপোরেশনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জায়গার দখল দেওয়া হয়। 

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো, জবরদখল করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা সম্ভব নয়। তদারকির অভাবে সিসিকের আরও অনেক জমি বেদখল হয়েছে। সেগুলোর মালিকানা ফেরত পেতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। এ সময় কাউন্সিলর মোহাম্মদ তৌফিক, আজাদুর রহমান আজাদ ও ফয়ফুল আমিন বাকের উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৭ জুন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে একই এলাকায় ১০ দশমিক ৯৪ শতক জমির দখল বুঝে নেয় সিসিক। 

নগরীতে অনেক জায়গা বেদখল রয়েছে উল্লেখ করে মেয়র আরিফ বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু জমির মালিকানা ফিরে পেয়েছি। আরও কয়েকটি মামলার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। উদ্ধার করা জায়গা বসবাসের উপযোগী করতে কাজ শুরু করেছে সিসিক। এরপর ওই জায়গার বিষয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।