চট্টগ্রামে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দশজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৮জন। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সমকালকে জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২১ টি নমুনা পরীক্ষা করে ৭৬৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন আরও ১০জন। এদের মধ্যে সাতজন বিভিন্ন উপজেলার ও তিনজন মহানগরের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন চট্টগ্রাম মহানগরীর ও ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছে হাটহাজারীতে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪২জন শনাক্ত হয়েছে পাশের উপজেলা ফটিকছড়িতে।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮১০জন এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন।