করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অনুদানের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে শহরের বঙ্গবন্ধু সড়ক, চৌরঙ্গীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পথচারী ও দোকানদাদের মাস্ক পরিয়ে দেন গোপালগঞ্জ চেম্বারের সদস্যরা।

এ সময় গোপালগঞ্জে চেম্বারের পরিচালক মিজানুর রহমান, চৌধুরী শাহিনুল আলম, নিয়ামতে খোদা ইকবাল হোসেন, হাসিবুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন।