- সারাদেশ
- গোপালগঞ্জে এফবিসিসিআই'র মাস্ক বিতরণ
গোপালগঞ্জে এফবিসিসিআই'র মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অনুদানের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে শহরের বঙ্গবন্ধু সড়ক, চৌরঙ্গীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পথচারী ও দোকানদাদের মাস্ক পরিয়ে দেন গোপালগঞ্জ চেম্বারের সদস্যরা।
এ সময় গোপালগঞ্জে চেম্বারের পরিচালক মিজানুর রহমান, চৌধুরী শাহিনুল আলম, নিয়ামতে খোদা ইকবাল হোসেন, হাসিবুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন