- সারাদেশ
- ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে দুই ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতরা হলেন-সদর উপজেলার সালান্দর এলাকার শিংপাড়া গ্রামের মজিবর রহমান (৫০), একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মোস্তফা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, অটোরিকশাটি রাস্তায় যাত্রী তুলছিল। সেসময় একটি ট্রাক গ্রামের রাস্তা থেকে হাইওয়ে রাস্তায় যাচ্ছিল। একইসময়ে পঞ্চগড়ের দিকে অন্য একটি ট্রাক যাচ্ছিল। এতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে অটোরিকশাটি।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনর্চাজ মফিদার রহমান বলেন, ঘটনাস্থলে দুই জনের মরদেহ উদ্ধার করে আরও দুই জনকে হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুলল ইসলাম বলেন, দুপুর ২ টার দিকে দুই ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ১ টি ট্রাক হাইওয়ে পুলিশের কাছে ও আরেকটি ট্রাক সদর থানা পুলিশের কাছে আটক রয়েছে।
মন্তব্য করুন