খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই হাটের উদ্বোধন করেন। হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে এই পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা হাটে প্রবেশ করতে পারবে না।

হাটে থাকবে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ ও কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায় ব্যবস্থা। এ ছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসা, খাবার হোটেল, পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না ও আলী আকবর টিপু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, শামসুজ্জামান মিয়া স্বপনসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।