লকডাউন চলাকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের অস্বচ্ছল, ছিন্নমূল, বাস্তুহারা, হতদরিদ্র, শারীরিক প্রতিবন্ধী, ইমারত নির্মাণ ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী। 

বৃহস্পতিবার নগরের এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। প্রতি প্যাকেট উপহারসামগ্রীর মধ্যে ছিল- সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামাল, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনারের পিএস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) মামনুন আহমেদ অনিক, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তার সাথী, জেলা নাজির মো. জামাল উদ্দিন প্রমুখ।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, 'বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সহযোগিতা নিয়ে সমাজের অস্বচ্ছল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনাকালে যেন মানুষ খাদ্য সংকটে না থাকে- সেটি দেখার জন্য সরকার আমাদের নির্দেশ দিয়েছে।' 

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'করোনা পরিস্থিতিতে লকডাউনে যারা অতিকষ্টে দিনযাপন করছে সরকার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে আমরা অচিরেই করোনা মহামারি বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারব।' 

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, 'করোনা পরিস্থিতিতে যেসব শ্রমজীবী মানুষ কর্মহারা হয়ে পড়েছেন তাদের প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে না থাকুক। যতদিন লকডাউন চলবে ততদিন সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে।' 

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে চট্টগ্রাম নগরের বিভিন্ন কোভিড হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখতে যান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।